আমার সোনার বাংলা | দেশ বরেণ্য ৫০ জন শিল্পীর কন্ঠে জাতীয় সংগীত | National Anthem of Bangladesh

May 12, 2024 - 22:39
May 12, 2024 - 23:35
 0  10

বাংলাদেশের জাতীয় সংগীত হলো **"আমার সোনার বাংলা"**। এর রচয়িতা হলেন বিশ্বকবি **রবীন্দ্রনাথ ঠাকুর**। এই গানটি রচিত হয় ১৯০৫ সালে, বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে¹। গানটির সুর উদ্ভূত হয়েছে বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে¹।

এই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে সিকৃতি পায় ১৯৭১ সালের ৩ মার্চ, যখন ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় এই গানকে জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয়²। এরপর, একই বছরের ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে প্রথম এই গানটি জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয়²।

গানের প্রথম দশ চরণ হলো:

```
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে,
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।
```

এই গানটি বাংলাদেশের মানুষের প্রাণের গান এবং জাতীয় গৌরবের প্রতীক।

 বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের সংগীতায়োজনে দেশবরেণ্য ৫০জন শিল্পীর সশ্রদ্ধ নিবেদন।

 রফিকুল আলম । খুরশীদ আলম । ফকির আলমগীর । মাহমুদ সেলিম । হামিন আহমেদ । মাকসুদুল হক । হাসান । এস আই টুটুল । সুজিত মুস্তাফা । বালাম । রবি চৌধুরী । মিজান । অর্ণব । মিলন মাহমুদ । আরিফিন রুমি । অটমনাল মুন । রাফা । পারভেজ । অদিত । শামিম । প্রিয় । হাসিব । এবিডি। পুলক। শাহিন সামাদ । ফাতেমা তুজ জোহরা । আবিদা সুলতানা । রেজওয়ানা চৌধুরী বন্যা । শামা রহমান । ফাহমিদা নবী । দিলশাদ নাহার কাকলী । আঁখি আলমগীর । মেহরিন । রুমানা ইসলাম । তাশফি । লুইপা । দোলা । রেশমি । আনিকা । সিঁথি সাহা । সুনিধি নায়েক । টিনা রাসেল । অনিমা রায় । ঐশি । এলিটা । জুলি । আর্নিক । পুতুল । আয়শা মৌসুমী ।

 নির্মাণে: টিএম প্রোডাকশান্স

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow