Indian National Anthem | Jana Gana Mana | Full Song | With Lyrics

May 12, 2024 - 22:48
May 12, 2024 - 23:40
 0  7

ভারতের জাতীয় সংগীত হলো **"জনগণমন-অধিনায়ক জয় হে"**। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত হয়েছিল¹। গানটির রচনাকাল নির্দিষ্টভাবে জানা যায় না, তবে এটি প্রথম গীত হয় ২৭ ডিসেম্বর, ১৯১১ তারিখে কলকাতায় আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের ২৬তম বার্ষিক অধিবেশনে¹।

১৯৫০ সালের ২৪ জানুয়ারি, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ "জনগণমন-অধিনায়ক জয় হে" গানটিকে ভারতের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করেন⁴। গানটির প্রথম স্তবকটি জাতীয় সংগীত হিসেবে গীত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত "বন্দেমাতরম" গানটিও সমমর্যাদায় জাতীয় সঙ্গীতের স্বীকৃতি লাভ করে⁵।

জনগণমন-অধিনায়ক জয় হে গানটির প্রথম স্তবকটি হলো:

```
জনগণমন-অধিনায়ক জয় হে
ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা
দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা
উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে,
তব শুভ আশিষ মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে
ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে,
জয় জয় জয় জয় হে।।
```

এই গানটি ভারতের জাতীয় পরিচয়ের একটি অংশ এবং ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক হিসেবে গণ্য হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow