HSC জীব বিজ্ঞান ১ম পত্র - টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ

Apr 18, 2024 - 23:13
 0  39
HSC জীব বিজ্ঞান ১ম পত্র - টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ
HSC জীব বিজ্ঞান ১ম পত্র - টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ

HSC জীব বিজ্ঞান প্রথম পত্র

অষ্টম অধ্যায় 

টিস্যু ও টিস্যুতন্ত্র


০১. বিভাজন ক্ষমতা অক্ষুন্ন থাকে কোন টিস্যুতে? (জ্ঞান)

  1. স্থায়ী টিস্যু
  2. ভাজক টিস্যু
  3. জাইলেম টিস্যু
  4. ফ্লোয়েম টিস্যু

০২. কোথা হতে ভাজক টিস্যু সৃষ্টি হয়? (জ্ঞান)

  1. কর্টেক্স
  2. ক্যাম্বিয়াম
  3. মেরিস্টেম
  4. প্রোমেরিস্টেম

০৩. কোন টিস্যুর কোষীয় বিপাক হার বেশি? (প্রয়োগ)

  1. ভাজক টিস্যু
  2. তরুক্ষীর টিস্যু
  3. স্থায়ী টিস্যু
  4. গ্রন্থি টিস্যু

০৪. সরু কাণ্ড ক্ৰমে মোটা হয় কোন টিস্যুর ফলে? (জ্ঞান)

  1. পার্শ্বীয় ভাজক টিস্যু
  2. শীর্ষস্থ ভাজক টিস্যু
  3. প্রাইমারি ভাজক টিস্যু
  4. ইন্টারক্যালারি ভাজক টিস্যু

০৫. সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? (জ্ঞান)

  1. মেরিস্টেম
  2. কর্ক ক্যাম্বিয়াম
  3. ফেলোজেন
  4. কর্টেক্স

০৬. মাস ভাজক টিস্যু কোনটি সৃষ্টি করে? (অনুধাবন)

  1. বর্ধিষ্ণু মূল
  2. পাতা
  3. মজ্জা রশ্মি
  4. কর্টেক্স

০৭. নিচের কোনটিতে প্লেট ভাজক টিস্যু দেখা যায়? (অনুধাবন)

  1. পাতা
  2. কাণ্ড
  3. ভ্রুণ
  4. সস্য

০৮. তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়? (জ্ঞান)

  1. রিব ভাজক টিস্যু
  2. মাস ভাজক টিস্যু
  3. প্লেট ভাজক টিস্যু
  4. নিবেশিত ভাজক টিস্যু

০৯. মূলের বহিঃত্বককে কী বলে? (জ্ঞান)

  1. এপিডার্মিস
  2. হাইপোডার্মিস
  3. এন্ডোডার্মিস
  4. এপিব্লেমা

১০. কোন উদ্ভিদের পাতায় লিগনিন জমা হয়? (জ্ঞান)

  1. Gnetum
  2. Cycas
  3. Pteris
  4. Selaginella

১১. পানিথলে কোন উদ্ভিদে দেখা যায়? (জ্ঞান)

  1. স্থলজ
  2. মরুজ
  3. জলা
  4. বরফ

১২. প্রোটোডার্ম নিচের কোন অঙ্গটি তৈরি করে? (জ্ঞান)

  1. ত্বক
  2. পাতা
  3. শাখা
  4. মুকুল

১৩. কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে? (অনুধাবন)

  1. বহিঃত্বকে
  2. অন্তঃত্বকে
  3. অধঃত্বকে
  4. পরিচক্রে

১৪. পাতার গ্রাউন্ড টিস্যু কী নামে পরিচিত? (জ্ঞান)

  1. মেসোফিল
  2. প্রোটোডার্ম
  3. ক্যাস্পেরিয়ান
  4. কর্টেক্স

১৫. নিচের কোন উদ্ভিদ লেপ্টোসেন্ট্রিক? (জ্ঞান)

  1. Pieris
  2. Selaginella
  3. Yucca
  4. Semiberbula

১৬. মূলের এপিব্লেমা কোন কোষ নিয়ে গঠিত? (জ্ঞান)

  1. প্যারেনকাইমা
  2. কোলেনকাইমা
  3. স্ক্লেরেনকাইমা
  4. অ্যারেনকাইমা

১৭. কোনটি এপিব্লেমার কাজ? (প্রয়োগ)

  1. খাদ্য সঞ্চয়
  2. মূলের কাঠামো গঠন
  3. খনিজ লবণ শোষণ
  4. দৃঢ়তা প্রদান

১৮. হ্যাড্রোসেট্রিক কেন্দ্রীক ভাস্কুলার বান্ডল কোনটিতে থাকে (প্রয়োগ)

i. Selaginella

ii. Lycopodium

iii. Dracaena

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

১৯. একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য- (অনুধাবন)

i. বহিঃত্বকে কিউটিকল উপস্থিত

ii. পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত

iii. পরিবহন কলাগুচ্ছ অরীয়

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২০. পেরিসাইকল সাধারণত অনুপস্থিত থাকে (অনুধাবন)

i. নগ্নবীজীর কাণ্ডে

ii. আবৃতবীজীর কাল্ডে

iii. দ্বিবীজপত্রীর কাণ্ডে

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২১. ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হল- (অনুধাবন)

i. কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত

ii. সাইটোপ্লাজম ঘন

iii. কোষ গহ্বর বড়

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২২. ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য —

i. কোষের নিউক্লিয়াস বৃহৎ মন সাইটোপ্লাজম

ii. আন্তঃকোষীয় ফাঁক থাকে না

iii. কোষগুলো আয়তাকার

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৩. হাইডাথোড হতে ক্ষরিত পানিতে দ্রবীভূত থাকে (অনুধাবন)

i. নাইট্রোজেন

ii. খনিজ লবণ

iii. শর্করা

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও।

শ্রেণিশিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের একটি স্তর নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন যে, এটি কর্টেক্সের সবচেয়ে ভেতরের স্তর।

২৪. উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি? (অনুধাবন)

  1. হাইপোডার্মিস
  2. কর্টেক্স
  3. এন্ডোডার্মিস
  4. পেরিসাইকল

২৫. এস্তরের কোষগুলোতে প্রচুর স্টার্চের দানা থাকায় (প্রয়োগ)

i. এ স্তরকে স্টার্চ সিথ বলে

ii. এরা ভাণ্ডার কোষ হিসেবে কাজ করে

iii. ভেসেলে সহজে বাতাস ঢুকতে পারে

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ২৬২ ও ২৬৩ নং প্রশ্নের উত্তর দাও।

মিতা একটি নমুনার প্রস্থচ্ছেদ যথা নিয়মে তৈরি করার পর স্লাইড মাউন্ট পর্যবেক্ষণ করে দেখল, এর ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো। তারা আরো দেখল এর ভেসেলগুলো Y আকারে সজ্জিত।

২৬. মিতা কী দেখল? (অনুধাবন)

  1. একবীজপত্রী উদ্ভিদের মূল
  2. একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড
  3. দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল
  4. দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড

২৭. মিতার দেখা নমুনাটির – (অনুধাবন)

i. ভাস্কুলার বান্ডল অরীয়

ii. জাইলেম এন্ডার্ক

iii. ভাস্কুলার বান্ডল সংযুক্ত ও বদ্ধ

নিচের কোনটি সঠিক?

  1.  i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow