HSC জীব বিজ্ঞান ১ম পত্র - উদ্ভিদ প্রজনন MCQ
HSC জীব বিজ্ঞান প্রথম পত্র
দশম অধ্যায়
উদ্ভিদ প্রজনন
১. জেনারেটিভ কোষ কোথায় থাকে? (জ্ঞান)
- পরাগনালির অভ্যন্তরে
- পুংদণ্ডে
- গর্ভপত্রে
- পুংকেশরে
২. কোনটি সঠিক? (প্রয়োগ)
- আদিকোষী = ডিম্বাণু
- লিফরোল = ব্যাকটেরিয়া
- অ্যাপ্লানোস্পোর = সচল কোষ
- উওকিনেট = ডিয়েড
৩. পরাগনালীর অভ্যন্তরে কোন কোষ থেকে শুক্রাণু তৈরি হয়?
- জেনারেটিভ কোষ
- সিনারজিড কোষ
- প্রতিপাদ কোষ
- নালিকা কোষ
৪. নিচের কোনটি ডিপ্লয়েড কোষ? (অনুধাবন)
- স্পোর
- ডিম্বাণু
- উস্পোর
- পরাগরেণু
৫. নিষেকের পর ডিম্বক কীসে পরিণত হয়? (জ্ঞান)
- বীজ
- ফল
- ফলত্বক
- সস্য
৬. নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? (জ্ঞান)
- ভ্রূণ
- ফল
- বীজ
- বীজত্বক
৭. শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? (জ্ঞান)
- N
- 2n
- 3n
- 4n
৮. নিচের কোন উদ্ভিদটি মূল দ্বারা বংশ বৃদ্ধি করে? (জ্ঞান)
- পাথর কুচি
- ডালিয়া
- থানকুনী
- ফনি মনসা
৯. চন্দ্রমল্লিকা বংশবিস্তার করে কীসের সাহায্যে (অনুধাবন)
- মূলের সাহায্যে
- অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে
- পাতার সাহায্যে
- ভূনিম্নস্থ কাণ্ডের সাহায্যে
১০. মূলের সাহায্যে বংশ বিস্তার করে কোনটি? (জ্ঞান)
- কাকরোল
- রসুন
- আলু
- পাথর কুঁচি
১১. পাতার সাহায্যে বংশবিস্তার করে কোনটি? (জ্ঞান)
- পাতা বাহার
- পাথরকুঁচি
- চন্দ্রমল্লিকা
- ডালিয়া
১২. শাখা কলম পদ্ধতিতে কোনটি অঙ্গজ জনন করে? (জ্ঞান)
- লিচু
- গোলাপ
- জাম
- লেবু
১৩. লেবু গাছ কোন পদ্ধতিতে অঙ্গজ জনন করে? (জ্ঞান)
- জোড় কলম
- গুটিকলম
- দাবা কলম
- শাখা কলম
১৪. চোখ কলম পদ্ধতিতে বংশবৃদ্ধি করে কোনটি? (জ্ঞান)
- জাম
- আম
- কুল
- আপেল
১৫. কোন বিজ্ঞানী সর্বপ্রথম উদ্ভিদ সংকরায়নের মাধ্যমে উদ্ভিদের উন্নয়ন শুরু করেন? (জ্ঞান)
- Murashige
- Skoog
- Kolreuter
- Karlenco
১৬. ইমাস্কুলেশন কখন করতে হয়? (জ্ঞান)
- ফুল ফোটার পরের দিন
- ফুল ফোটার আগের দিন
- কুঁড়ি অবস্থায়
- ফুল ফোটার ২দিন পরে
১৭. ইমাস্কুলেশনের কারণ কী? (জ্ঞান)
- উচ্চ ফলনশীল জাত সৃষ্টি
- পরাগরেণুর সংখ্যা কমানো
- অভিযোজন ক্ষমতা বৃদ্ধি
- স্ব–পরাগায়ন রোধ
১৮. উন্নত শস্য জাত উৎপাদনের জন্য প্রচলিত পদ্ধতি হলো (প্রয়োগ)
i. সংকরায়ন
ii. উদ্ভিদ প্রবর্তন
iii. মিউটেশন
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
১৯. ফসল উদ্ভিদের সংকরায়নের উদ্দেশ্য হল- (অনুধাবন)
i. অধিক ফলন
ii. গুণগত মান সংরক্ষণ
iii. রোগ প্রতিরোধী জাত সৃষ্টি
উপরের কোনটি BRRI ধানের জন্য সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
২০. জোড় কলম পদ্ধতিতে অঙ্গজ জনন করে (অনুধাবন)
i. জাম
ii. কুল
iii. তাল
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
২১. হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন উদ্ভিদ- (অনুধাবন)
i. হ্যাপ্লয়েড হয়
ii. অনুর্বর হয়
iii. ডিপ্লয়েড হয়
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
২২. কৃত্রিম পার্থেনোজেনেসিস ঘটানো হয় — (প্রয়োগ) –
i. X-রে প্রয়োগে
ii. অন্য উদ্ভিদের পরাগ দিয়ে পরাগায়ন করে
iii. বেলভিটান প্রয়োগে
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
২৩. মুকুলোদ্গমের সাহায্যে বংশ বৃদ্ধি করে (উচ্চতর দক্ষতা)
i.মস
ii. ব্যাকটেরিয়া
iii. ঈস্ট
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
২৪. পর্ণকাণ্ড ও মূলের মাধ্যমে প্রজনন ঘটায় — (অনুধাবন)
i. x
ii. y
iii. Z
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
তপু একটি স্লাইডে একফোঁটা টক দই নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করে ক্ষুদ্রাকৃতির দণ্ডাকার এক প্রকার অণুজীব দেখতে পেল আধা ঘণ্টা পর উক্ত স্লাইড পুনরায় পর্যবেক্ষণে পূর্বের চেয়ে দ্বিগুণ অণুজীব দেখতে পেল।
অণুজীবটির সংখ্যাবৃদ্ধির প্রক্রিয়া কোনটি? (প্রয়োগ)
- দ্বিবিভাজন
- অপুংজনি
- খণ্ডায়ন
- যৌন জনন
What's Your Reaction?