HSC জীব বিজ্ঞান প্রথম পত্র - জীব প্রযুক্তি MCQ
HSC জীব বিজ্ঞান প্রথম পত্র
একাদশ অধ্যায়
জীব প্রযুক্তি
১. Biotechnology শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
- Haberlandt
- Dr. M. A. Karim
- Karl Ereky
- Waksmant
২. টিস্যু কালচারের পথিকৃত বলা হয় কাকে? (জ্ঞান)
- নিউটন
- হার্বার ল্যান্ড
- এরিস্টটল
- ডারউইন
৩. উদ্ভিদের টিস্যু কালচারে ব্যবহৃত বিভাজনক্ষম অঙ্গ কোনটি? (জ্ঞান)
- কাণ্ড
- বয়স্ক পাতা
- শীর্ষমুকুল
- ফল
৪. প্রতিটি সজীব উদ্ভিদ কোষের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতাকে কী বলে? (জ্ঞান)
- ক্লোনিং
- টটিপোটেন্সি
- স্বপরাগায়ন
- পিউর লাইন
৫. টিস্যু কালচারের জন্য মৌলিক পুষ্টি উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে কি বলে? (জ্ঞান)
- Basal Medium
- Agar Medium
- Khops Solution
- Axenic Culture
৬. আবাদ মাধ্যমে এক্সপ্লান্ট স্থাপন করাকে কী বলে? (জ্ঞান)
- ইনোকুলেশন
- ট্রান্সপ্লান্টেশন
- স্টেরিলাইজেশন
- রেপ্লিকেশন
৭. আণবিক কাঁচি নামে পরিচিত কোনটি? (অনুধাবন)
- রেসট্রিকশন এনজাইম
- লাইগেজ এনজাইম
- লাইপেজ এনজাইম
- হাইড্রোলেজ এনজাইম
৮. রেস্ট্রিকশান এনজাইম কি কাজে ব্যবহৃত হয়? (জ্ঞান)
- mRNA নির্দিষ্ট অংশ কাটতে
- Amino Acid জোড়া লাগাতে
- tRNA নির্দিষ্ট অংশ কাটতে
- DNA এর নির্দিষ্ট অংশ কাটতে
৯. ক্রোমোসোম বহির্ভূত বৃত্তাকার DNA অণুকে কী বলা হয়? (জ্ঞান)
- প্লাজমিড
- মেসোসোম
- ডলিউটিন
- রাইবোসোম
১০. E. coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম কে প্লাজমিডের সন্ধান পান? (জ্ঞান)
- Haberlandt
- Laderberg
- Morgan
- Strasburger
১১. প্লাজমিডের আণবিক ওজন কত? (জ্ঞান)
- প্রায় 104 – 200 x 104 dalton
- প্রায় 105 200 x 105 daiton
- প্রায় 106 – 200 x 106 daiton
- প্রায় 106– 300 x 106 dalton
১২. প্লাজমিড পাওয়া যায় কোনটিতে? (জ্ঞান)
- শৈবালে
- ব্যাকটেরিয়ায়
- মসে
- ফার্ণ
১৩. সুপার রাইস উদ্ভাবনের জন্য কোন উদ্ভিদ থেকে বিটা ক্যারোটিন ও লৌহ তৈরির জিন প্রতিস্থাপন করা হয়েছে? (জ্ঞান)
- ড্যাফোডিল
- জ্যাপনিকা
- গোল্ডেন রাইস
- আমন
১৪. সুপার রাইস-এ কোন ভিটামিন থাকে?
- ভিটামিন–এ
- ভিটামিন-সি
- ভিটামিন-১
- ভিটামিন-ডি
১৫. ইনসুলিন প্রাণীর কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়?
- অন্তঃক্ষরা গ্রন্থি
- বহিঃক্ষরা গ্রন্থি
- অগ্ন্যাশয়
- পিত্তথলি
১৬. কোন হরমোনটি জীবপ্রযুক্তির মাধ্যমে তৈরি করা যায়? (জ্ঞান)
- অক্সিন
- জিবেরেলিন
- সাইটোকাইনিন
- সোমাটোট্রপিন
১৭. সুগার বাগ কোনটি ভাঙতে সক্ষম? (জ্ঞান)
- হাইড্রোকার্বন
- কার্বনেট
- পিউরিন
- অ্যারোমেটিক যৌগ
১৮. ডলি ভেড়ার ক্লোন তৈরিতে কোন কোষ ব্যবহার করা হয়েছে? (জ্ঞান)
- স্তনগ্রন্থি কোষ
- ত্বকের কোষ
- পায়ের কোষ
- আঙ্গুলের কোষ
১৯. জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কাকে?
- ইডিওগ্রাম
- জিনোম
- ক্যারিওটাইপ
- সাইটোটাইপ
২০. সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড (অনুধাবন)
i. ক্লোভার ঘাসে স্থানান্তর করা যায়
Ii. ঘাসে স্টার্চের পরিমাণ বাড়ায়
iii. ভেড়ার লোম অপেক্ষাকৃত উন্নত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১. মানুষের ইনসুলিন হরমোন__ (উচ্চতর দক্ষতা)
i. অগ্নাশয় থেকে নির্গত হয়
ii. রক্তে গ্লুকোজ পরিপাক করে
iii. রক্তে অক্সিজেন পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২. ইন্টারফেরন প্রোটিন (প্রয়োগ)
i. মানুষের কোষ থেকে নির্গত হয়
ii. ক্যান্সার প্রতিরোধ করে
iii.জীব প্রযুক্তির প্রথম চিকিৎসা দ্রব্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩. প্লাজমিড-এর ক্ষেত্রে প্রযোজ্য-(অনুধাবন)
i. এটি চক্রাকার
ii. অল্প সংখ্যক জিন ধারণ করে
iii. দ্বিসূত্রক DNA
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪. টিস্যু কালচার প্রযুক্তিতে (অনুধাবন)
i. জীবাণুমুক্ত পরিবেশের প্রয়োজন
ii. পুষ্টি মাধ্যমের প্রয়োজন
iii. অম্লীয় মাধ্যম প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫.টিস্যু কালচার করার উদ্দেশ্য হলো— (অনুধাবন)
i. উদ্ভিদের উৎপাদন বৃদ্ধি
ii. উদ্ভিদের প্রজনন
iii. উদ্ভিদের জীবন রহস্য জানা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
What's Your Reaction?